
জুলহাজ হোসেন মহাদেবপুর উপজেলাঃ
নওগাঁ মহাদেবপুর উপজেলায় একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং শিশু খাদ্যে অনুমোদনহীন এবং রং মিশ্রণের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত৷মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদরের দুলাল পাড়া(কুশারের সেন্টার পাড়া)এলাকায় অবস্থিত মেসার্স শহিদুল ফুট প্রোডাক্ট এ অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন৷ অভিযানে কারখানার ভিতরে একদিকে ছাগল বাঁধা এবং অন্যদিকে গরুর শেঠ,চিকা ইঁদুর সহ বিভিন্ন প্রাণী ঘুরে বেড়াতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা বা এলাকাবাসী জানান৷ এছাড়া শিশু খাদ্য অনুমোদনহীন এবং রং মিশ্রণের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে৷ অভিযান শেষে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত৷নির্বাহী মাজিস্ট্রেট,জান্নাতুল নাঈম বিনতে আজিজ জানান,আগামী এক মাসের মধ্যে কারখানাটি স্বাস্থ্যকর পরিবেশে ফিরিয়ে আনা না হলে কারখানাটি বন্ধ করে দেওয়া হবে বলে জনান নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
স্থানীয় ভোক্তাদের দাবি, এ নিয়ে কমপক্ষে চারবার অভিযান করেন ভ্রাম্যমান আদালত কারখানাটি জরিমানা করেন ও সাবধান করেন তারপর কারখানাটির মালিক কোন রকম সাবধানতা অবলম্বন করেননি৷



