এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ ও তেলকুপি সীমান্তে বিজিবির একটি দল হাবিলদার রফিকুল ইসলাম এবং নায়েক আঃ বারিক এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৬ হাজার পিস ইয়াবা, ৬৭ বোতল ফেন্সিডিল,সাড়ে ৮২ কেজি কারেন্ট জাল ও ২টি মোটর সাইকেল আটক করা হয়েছে বলে জানান বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন,মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে ৫৯ বিজিবি সর্বদাই কাজ করে আসছেন বলে জানান তিনি।