এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারপাড়া থেকে হেরোইনসহ নুরুল ইসলাম নামে ১ ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারপাড়ার মৃত আব্দুল জব্বার ছেলে নুরুল ইসলাম ৫৫।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এক প্রেস বিজ্ঞপ্তিতে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম,পিপিএম,(বার) দিকনির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন নেতৃত্বে আমনুরা ফাঁড়ির এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার ২৯, এপ্রিল রাতে আমনুরা বাজারপাড়ায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলাম নামে এক মাদক কারবারি গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সদর মডেল থানা পুলিশ।