এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৯) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া”র নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে মালিক বিহীন ৫ কেজি হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলও জব্দ করে আনা হয়েছে
সোনামসজিদ বিওপির এলাকার সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তোহাখানা নামক স্থানে অভিযান পরিচালনা করে হেরোইন উদ্ধার করে।
বিজিবির টহল দলের উপস্থিত দেখে চোরাকারবারি ২ জন ব্যক্তি মোটর সাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ফেলে যাওয়া বস্তাটি তল্লাশী করে মালিকবিহীন ০৫ কেজি হেরোইন উদ্ধার করে এবং ০১ টি মোটর সাইকেল জব্দ করে আনে।
এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অভিযানের কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে আমাদের ৫৯ বিজিবি ব্যাটেলিয়ান।