চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া র্যাব-১৫ এর অভিযানে জাল নোটসহ আটক ২
এম ডি বাবুল চট্রগ্রাম
গত ০৯ মে ২০২৩ তারিখ অনুঃ ৩.৩০ মিনিটের সময় র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল অবগত হয়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সাতকানিয়া রাস্তার মাথায় শাহ মজিদিয়া ভাত ঘরের সামনে সড়কের পূর্ব পাশে কতিপয় কালোবাজারি বাংলাদেশে প্রচলিত মুদ্রার ন্যায় জাল টাকা ক্রয়-বিক্রয়ের লক্ষ্যে সিএনজি সহ অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনার একপর্যায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত কৌশলে চলে যাওয়ার প্রাক্কালে র্যাবের আভিযানিক দল সিএনজি সহ (রেজিঃ নং চট্টগ্রাম-থ-১৯) দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবং উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয় ও সিএনজি তল্লাশী করে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের সর্বমোট ৫,১২,০০০ (পাঁচ লক্ষ বার হাজার) টাকার জালনোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ১। শেখ আহাম্মদ (৩৫), পিতা-মৃত আবুল কাশেম এবং ২। হায়নে আলম @ আব্দুল খালেক (৩২), পিতা-মৃত রহমত উল্লাহ, উভয় সাং-পূর্ব কলাউজান, ০৭নং ওয়ার্ড, ০৫নং জয়নগর ইউনিয়ন, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম বলে জানা যায়।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশী জাল কারেন্সী নোট কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় ও লেনদেন করে আসছে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত জাল টাকাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত জালনোটসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।