এসএম রুবেল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়ন লহলামারী বাজারে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী মোঃ রুহুল আমিন,ও মোঃ সাইফুল ইসলামকে নিজ অর্থায়নে চাল ও নগদ অর্থ প্রদান করেন চেয়ারম্যান মোঃ আনোয়ার হাসান(আনু মিঞা)। ১৩-০৫-২৩ ইং তারিখ বিকেলে ইউনিয়নের লহলামারী বাজারে এ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চককীর্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, চককীর্তি ইউনিয়ন পরিষদ আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম চুটু সর্দার ছয় নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবুল হোসেন,বি,এস,সি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, আশরাফুল আলম প্রমুখ।
উল্লেখ্য যে গত ৩০-০৪-২৩ ইং তারিখ রাত তিনটার সময় রুহুল আমিনের দোকানে ইলেকট্রিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে, পরে পার্শ্ববর্তী সাইফুলের দোকানে আগুন ছড়িয়ে পড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে,বলে জানিয়েছেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা,
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, দোকান দুটি আগুনে পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফোন কলের মাধ্যমে পাঁচ নং চককীর্তি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞাকে জানায় তিনি ভারতে চিকিৎসাধীন থাকায়,বিষয়টি,অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম ও ছয় নং ওয়ার্ড সদস্য শামীম আলীকে তাৎক্ষণিক তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেন, তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছেন তারা।
চেয়ারম্যান আনু মিঞা বলেন আমি, ভারত থেকে গতকাল বাংলাদেশে এসে অত্র ইউনিয়নের খোঁজ খবর নিয়ে, আজ ১৩-০৫-২৩ ইং শনিবার ইউনিয়নের লহলামারী বাজারে এসে নিজ অর্থ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ প্রদান করি। তিনি আরো বলেন আগামীতে সরকারের পক্ষ থেকে যদি কোন সহযোগিতা পায় তাদের মাঝে বিতরণ করা হবে বলে জানান। পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান তিনি।