সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে তালাক দেয়া স্ত্রীকে ফিরিয়ে আনার প্রতিবাদ করায় বাবার হা তে ছেলে প্রহৃত হয়েছেন। প্রথম স্ত্রী এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উপজেলা সদরের কাঁচাবাজার পাড়ার জাকির হোসেনের মেয়ে রাবেয়া বাসরী মুক্তা অভিযোগ করেন যে, তার স্বামী উপজেলা সদরের গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে বসবাসকারি মৃত বজলুর রহমানের ছেলে ওবায়েদ হোসেন হীরা (৪৮) সম্প্রতি গোপনে উম্মে হাবিবা (৩৫) নামে একজনকে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে সামাজিকভাবে তাকে তালাক প্রদান করেন। কিন্তু গত শুক্রবার সন্ধ্যায় হীরা আবার হাবিবাকে তার খামার বাড়িতে নিয়ে আসেন। জানতে পেরে তার বড় ছেলে বাঁধন (২১) সেখানে গিয়ে কেন তালাক দেয়া স্ত্রীকে আবার নিয়ে এসেছেন তা জানতে চাইলে হীরা ও তার দ্বিতীয় স্ত্রী হাবিবা ক্ষিপ্ত হয়ে বাঁধনকে বাঁশের লাঠি ও দা দিয়ে বেদম মারপিট করে এবং বিক্রি করার জন্য তার পকেটে রাখা মায়ের তিন ভরি ওজনের সোনার গহনা কেড়ে নেয়। বাঁধনের চিৎকারে মুক্তার মা ছবি আকতার সেখানে গিয়ে মারাত্মক আহত বাঁধনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর রহমান জানান, বিষয়টি এনজিআর মামলা হিসেবে এন্ট্রি করার অনুমতির জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নিকট পাঠানো হয়েছে।#