সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছে।গতকাল ১২ জুন সোমবার উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তেতুলপুকুর নামক স্থানে। বিকেল ৫ টার দিকে উপজেলার মগলিশপুর আদিবাসী পাড়ার ফুলচাঁদ উড়াও”র পুত্র সাগর উড়াও (৩২) মোটরসাইকেল যোগে তিন বন্ধু একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল।এ সময় ওই স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তাল গাছে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক সাগর উড়াও নিহত হয় এবং তার অপর দুই বন্ধু বিনোদপুর গ্রামের চান্দু উড়াও”র পুত্র সবুজ উড়াও”র (২২) এবং ঘাশিয়ারা গ্রামের স্যামা উড়াও”র পুত্র বিরেশ চন্দ্র উড়াও (৩০) গুরুতর আহত হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এস আই সুজন জানান, লাশ উদ্ধারসহ আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।