মোহাম্মদ সাইদ: ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) ডিআইজি মাহফুজুর রহমান অপরাধ দমন২৪ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মো. আসাদুল (৩৬) ও মো. আমিরুল ইসলাম হৃদয় (৩০)।
ডিআইজি মাহফুজুর রহমান বলেন, সোমবার প্রথম প্রহরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দু’জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়।
জব্দ করা গাঁজার মূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- গ্রেফতাররা পেশাদার মাদক বিক্রেতা। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রি ও সরবরাহ করে আসছিল।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।