asd
Thursday, September 19, 2024

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

Home Uncategorized চাঁপাইনবাবগঞ্জের,ইসলামপুরে সাবেক মেম্বার নাইমুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে

চাঁপাইনবাবগঞ্জের,ইসলামপুরে সাবেক মেম্বার নাইমুলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে

এসএম রুবেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে ব্যক্তিমালিকানা জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। এনিয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি)দুর্নীতি দমন কমিশন,সদর থানা বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তোভোগী পরিবারের মো.ফারুক হোসেন নামে এক ব্যক্তি।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ইসলামপুর উত্তরপাড়ার মৃত সামসুদ্দিন ওরফে সামাদ আলীর স্ত্রী ২ ছেলে ও ৫ কণ্যা সন্তান নাবালক রেখে মৃত্যুবরণ করেন। সে সময় সন্তানেরা অবুঝ থাকায় পিতার কোথায় কতটুকুন জমি জায়গা রয়েছে তা অজ্ঞাত ছিলেন স্ত্রী সন্তানেরা সেই সুযোগে দাপিয়ে খাচ্ছে নাইমুল মেম্বার ও তার সহযোগীরা,সরেজমিনে গিয়ে জানা যায়,ও এলাকাবাসীর বক্তব্যে বেরিয়ে আসে,এলাকার,গরিব অসহায়দের জমি দখল করে ভোগ করাটাই নাইমুল মেম্বারের পেশা,এলাকাবাসী ভিডিও বক্তব্য বলেন,তাদের ক্ষমতা ও বংশধরের জোর বেশি,আমরা প্রতিবাদ করলে আমাদের ওপরেও ঝাঁপিয়ে পড়ে বাদি পক্ষের ভুক্তভোগী ফারুক বলেন,আমি সারাদিন অটো চালিয়ে সংসার চালাই,বাবার পৈত্রিক সম্পত্তি,জবরদস্তি করে দখল করে খাচ্ছে নাইমুল মেম্বার প্রতিবাদ করলে চলে আক্রমণ পরিবার ও আমার উপর,অবিলম্বে এই ভূমিদস্যের নাইমুলের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

যথা সময়ে মৃত সামাদের এক ছেলে তার মা ও ভাইবোনদের সাথে কথা বলে একমত হয়ে মায়ের পরামর্শে জায়গাগুলো হিসাব করে চাচাতো চাচা সাবেক ইউপি সদস্য নাইমুল ইসলামের নিকট হতে বুঝে নিতে চান। এ নিয়ে দীর্ঘ একযুগ ধরে জমি বুঝিয়ে দেয়ার নামে টালবাহানা করতে থাকে। ভূক্তভূগী মৃত সামসুদ্দিন ওরফে সামাদ আলী ও সাজেনুর দম্পতির ছেলে ফারুক হোসেন। ভাই বোনদের পৈতৃক সম্পত্তি বুঝিয়ে দিতে বল্লে,সবশেষ ১৯ জুন দখলদার নাইমুল ইসলাম অস্বীকার করে বলে,জমির কাগজপত্র আমার আছে সুতরাং এসব জায়গা জমি আমার,আমি এগুলো ভক্ষণ করে খাবো,ভুক্তভোগী ফারুকে বলেন তোর ক্ষমতা থাকলে আমার নিকট হতে জমি উদ্ধার করে দেখা,আমাকে বেশি খেপালে পূর্বের রূপ ধারণ করব তোর উপর।

মৃত সামাদের উত্তরসূরি সেলিনা, মেরিনা,গোলবাহার,গাজলী, জোসনারা,ফারুক,মনজুর হোসেন, এ প্রতিবেদক কে জানান-নাইমুল মেম্বার তাদের এই জায়গা ভুক্তভোগীর পিতার নিকট হতে আধিয়ার হিসেবে জমীগুলো ভোগ দখল করে আসছিলেন। কোথায় কতটুকু জমি রয়েছে তা তারা জানতেন না। সকলে আইনের মাধ্যমে এর সুস্থ সমাধান ও জীবনের নিরাপত্তা দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ব্যাক্তি মালিকানা রেকর্ডিও মালিক প্রজা মৃত শামসুদ্দিন ওরফে সামেদ আলীর জমি তার ছেলে ফারুক বুঝ পেতে চাওয়াকে কেন্দ্র করে প্রতিহিংসায়,হঠাৎ ১৯ জুন সোমবার নিজ জমির বিভিন্ন ফসলী জমির উপর লাগানো গাছ কেটে সাবাড় করে প্রতিপক্ষ আধিয়ার নেয়া সাবেক নাইমুল মেম্বার তার গুন্ডা বাহিনী নিয়ে,ও এজাহার উল্লেখিত ব্যাক্তিরা।

জানাগেছে,তাদের জমির বিরোধ মেটাতে সর্বমোট বিভিন্ন সময়ে ৬ বার শালিস বৈঠকে বসে উভয় পরিবার। এর মধ্যে গ্রাম্য মৌখিক শালিস হয় তিনবার,তাতে কোনও সুরাহা না হলে সদর থানা পুলিশের সহায়তায় ফের তিনবার শালিশেও কোনও সুরাহা না হবার কথা জানায় ভূক্তভূগী ফারুক। সবশেষ ৭ম বারের মতো ১৯জুন সোমবার সদর থানায় আরও একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভূগী ফারুক।

অভিযোগ সূত্রে জানা যায় ৩১মে বুধবার শালিশদারদের সম্মূখে ভূক্তভূগী ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয় ২০০১ সালের সাবেক নাইমুল মেম্বার
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দীনের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন,আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি,তবে বাদি পক্ষের উপর হামলা হলে,ফোন করে সাহায্য চেয়ে ছিলেন ফারুক হোসেন,আমি থানার আশ্রয় নিতে বলি।

এজাহার সূত্রে ও সরেজমিনে গিয়ে জানাযায়,৬ জনকে আসামী করা হয়,অভিযুক্তরা হলেন-মৃত দিদার মুন্নার ছেলে সাবেক মেম্বার নাইমুল (৫৫),মৃত সাজ্জাদ আলীর ছেলে, মোঃ এসরাইল সুপার (৬৫),ফজলুর রহমানের ছেলে দুরুল(৫০) ও তার ভাই নুরুল(৫৫) সাবেক নাইমুল মেম্বারের দুই ছেলে,মোঃ আলম মিস্ত্রী (৪০) ও অপর আরেক ছেলে মোঃ ফিরোজ আলী (৪২)

উল্লেখ্য,প্রতিপক্ষ সাবেক মেম্বার নাইমুল নিকট এ বিষয়ে জানতে গেলে নাইমুল মেম্বার ও তার সাথে থাকা লোকজন সাংবাদিকদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।তিনি বলেন-যে জমি পাবে তাদেরকে বুঝ দেয়া হয়েছে। আমার কাছে তাদের কোন জমি নেয় আর আপনারা সাংবাদিক বেশি বাড়াবাড়ি করলে খবর করে দেওয়া হবে আপনাদের অতএব আপনারা বাড়াবাড়ি না চলে যান।

এ বিষয়ে ইসলামপুর ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই রাজ্জাক,এর নিকট জানতে চাইলে তিনি বলেন,অভিযোগ আমার কাছে এসেছে,তিন বার জমি সংক্রান্ত বিষয় নিয়ে সুরাহা টানতে একটু দেরি হচ্ছে,তাদের ভিতরে গরমিল থাকার কারনে।তবে নাইমুল মেম্বার ও তার সহযোগীরা খুব ডান্থাবাজ,সমাধান করে দেওয়া লক্ষে তাদেরকে কয়েকবার নিয়ে বসা হয়েছে,দু একদিন গেলেও পরে আবারও বাদীপক্ষের উপর আক্রমণ করার চেষ্টা করে,নাইমুল মেম্বার,ও তার সহযোগীরা,বাদী পক্ষের উপর হামলা করার খবর পেয়ে,তাদেরকে একবার ফাঁড়িতে তুলে আনা হয়েছে ঘটনার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা সচেতন রয়েছি। উল্লেখ,এলাকাবাসী বলেন এসআই রাজ্জাক,চাইলে তাদের দন্ড হওয়ার আগেই সমাধান করে দিতে পারতো,বিবাদী পক্ষের সাতে যোগাযোগটা বেশি করে বলে জানান তারা।

জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা খান বলেন,ফারুক হোসেন একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

S M Rubel
S M Rubel
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি । মোবাইলঃ ০১৭৫৬-৯১১৯৪৬
RELATED ARTICLES

নওগাঁর মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর নেচে গেয়ে কারাম উৎসব পালিত

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর নাটসাল মাঠে নেচে গেয়ে...

বিশ্বের টপ ২% বিজ্ঞানীদের মধ্যে ৩য়’বারের মত স্থান পেলেন চাঁপাইনবাবগঞ্জের গর্বিত সন্তান ড.সফিউর রহমান

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো মোবাইল নম্বর- ০১৭৫৬৯১১৯৪৬ বিশ্বের টপ ২% বিজ্ঞানীদের মধ্যে...

নওগাঁর মহাদেবপুরে নবাগত ওসি হাশমত আলীর যোগদান

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবাগত ওসি  হাশমত আলী...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নওগাঁর মহাদেবপুরে নৃ-গোষ্ঠীর নেচে গেয়ে কারাম উৎসব পালিত

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার সদর নাটসাল মাঠে নেচে গেয়ে...

বিশ্বের টপ ২% বিজ্ঞানীদের মধ্যে ৩য়’বারের মত স্থান পেলেন চাঁপাইনবাবগঞ্জের গর্বিত সন্তান ড.সফিউর রহমান

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার রাজশাহী ব্যুরো মোবাইল নম্বর- ০১৭৫৬৯১১৯৪৬ বিশ্বের টপ ২% বিজ্ঞানীদের মধ্যে...

নওগাঁর মহাদেবপুরে নবাগত ওসি হাশমত আলীর যোগদান

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ শনিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে নবাগত ওসি  হাশমত আলী...

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলো বাংলাদেশ সেনাবাহিনী

বিশেষ ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা পেলো সেনাবাহিনী।আজম খান চট্টগ্রাম৷ মেট্টোপলিটন এলাকা ছাড়া অন্যান্য এলাকায় সেনাবাহিনীকে আইন-শৃঙ্খলা চক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া...

Recent Comments