মোহাম্মদ সাইদ: কেরানীগঞ্জের জিনজিরায় গ্যাসের চুলা থেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় সর্বশেষ ইয়াছিনও (১২) (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শিশু মো. ইয়াসিন হোসেনের (১২) মৃত্যু হয়। এর আগে একই ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- মোসা. বেগমী আক্তার (৬০), মোসা. ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদাত হোসেন (২০) ও মারিয়া আক্তার (৮)।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন। তিনি জানান, ইয়াছিনের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।
ওই দিন রাতেই দগ্ধদের মধ্যে প্রথমে শিশু মারিয়ার মৃত্যু হয়। এরপর একে একে এই পরিবারের আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সর্বশেষ আজ ভোরে এই বিস্ফোরণে একমাত্র বেঁচে থাকা ইয়াসিনেরও মৃত্যু হয়।
এই ব্যাপারে কেরানীগঞ্জ সার্কেল ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ শাহাবুদ্দিন কবীর বলেন, ৩০ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে জিনজিরা মান্দাই মালোপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এরপর ঘটনার দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে শিশু মারিয়ার মৃত্যু হয়। পরে একে একে দগ্ধ আরও চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় ওই পরিবারের দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা সর্বশেষ সদস্যেও আজ মারা গেছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশুসহ চিকিৎসাধীন ছয় জনই মৃত্য
RELATED ARTICLES