Tuesday, September 16, 2025
spot_img

নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।

HomeE-Paperবগুড়ায় হত্যা মামলার প্রধান আসামীকে ৪৮ ঘন্টায় গ্রেফতার করেছে র‍্যাব

বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামীকে ৪৮ ঘন্টায় গ্রেফতার করেছে র‍্যাব

ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়া সদরের কলোনীর চকলোকমান চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলার এজাহারনামীয় মূল আসামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১২, সিপিসি-৩, বগুড়া।

১০ জুলাই (সোমবার) দুপুর ১২ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব এসব তথ্য নিশ্চিত করেছেন।

র্যাব জানান, কলোনীর দোতলা মসজিদ মাঠে ফুটবল খেলার সময় জসিম উদ্দিন (৪০) এর পরিবারের একটি বাচ্চা ছেলের গায়ে বল লাগে এবং ছেলেটি নিচে পড়ে যায়। এ নিয়ে ভিকটিমের পরিবার ও ধৃত আসামী রাব্বীর পরিবারের সদস্যরা তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে।

উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৮ জুলাই রুহুল আমিনের ছেলে জসিম উদ্দিন (৪০)’কে দুপুর আনুমানিক ১২ টায় সদর থানাধীন চক লোকমানস্থ দোতলা মসজিদ মাঠে আমগাছের নিচে পরিবারসহ অবস্থানরত সময়ে পূর্ব শত্রুতার জের ধরে ধৃত আসামীসহ কয়েকজন লাঠি সোঠা চাকু ও দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পনা মোতাবেক বেআইনী জনতার দলবদ্ধ হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।

পরবর্তীতে জসিমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনায় জসিমের স্ত্রী বাদি হয়ে ৮ জুলাই বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এ ঘটনায় ১০ জুলাই র‍্যাব-১২, সিপিসি-৩, বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানাধীন কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ১নং আসামী মৃত ইসরাফিলের ছেলে মোঃ রাব্বি (২২)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার পুলিশ সুপার, মীর মনির হোসেন ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments