ফয়সাল হোসাইন সনি,বগুড়া
বগুড়ায় হাসান জুট মিলে আগুন লাগার ঘটনা ঘটেছে। ১২ই জুলাই (বুধবার) সকাল সাড়ে ৯ টার দিকে সদরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।
পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে জুট মিলের দুইটি মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। এতে কারখানাটির প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।
এদিকে জুট মালিকের দাবি, আগুনে তাদের দুই মেশিনসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে সদরের হরিগাড়ী এলাকায় হাসান জুট মিলে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে সদর ফায়ার সার্ভিসের পাশাপাশি কাহালু ফায়ার সার্ভিসেরও একটি টিমসহ ৩ টি ইউনিট সেখানে পৌঁছায়। প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয়। কারখানাটির প্রধান মালামাল পাট হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে। এতে করে জুট মিলের ২টি মেশিনসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।