জাতীয় অপরাধ দমন শাজানপুর প্রতিনিধি :২৯ সেপ্টেম্বর ( শুক্রবার) ১.৪০ ঘটিকায় শাজানপুরে একটি ডোবা থেকে সাগর (২২) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেন বগুড়া জেলা ডিবি পুলিশ।
নিহত সাগর (২২) উপজেলার জামাদারপুকুর খাদাস এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।তিনি একজন কৃষক ছিলেন।
জানা যায়,অপহরণের ও মাদকের টাকা ভাগাভাগির জের ধরে এমন হত্যাকান্ড করা হয়।এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে যুক্ত থাকা একই পাড়ার মূসা ৪৫ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার কৃত মুসার তথ্যের ভিত্তিতে ১৩ দিন পর লাশ উদ্ধার করা হয়।জেলা PBI এর কর্মকর্তা গাজী এহসানুল কবির বলেন,সাগর গত ১৬সেপ্টেম্বর ৷ থেকে নিখোজ ছিলো।তাকে খুঁজে না পাওয়া গেলে ২৩ সেপ্টেম্বর নিহতের মা শাজাহানপুর থানায় ডাইরি করেন।এরই ধারাবাহিকতায় PBI তদন্তে আসে,তথ্য প্রযুক্তির সহায়তাই একজনকে গ্রেফতার করি।আসামি ঘটনা স্বীকার করে।এবং বলেন ১৬ তারিখে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে পরে আঘাত করে খুন নিশ্চিত করে।খুনের কারন জানতে চাইলে৷ তিনি বলেন,আসামী আমাদেরকে জানাইছে অপহরণের টাকা বন্টন নিয়ে এমন ঘটনা ঘটেছে।আরো কোন কারন আছে কিনা,তা তদন্ত করে জানানো হবে।এদিকে এমন ঘটনায়৷ এলাকা বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে।এলাকাবাসীর দাবি,মাদকের কারনে এমন ঘটনা ঘটতে পারে।ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবি জানিয়েছেন।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
শাজাহানপুরে থামছেনা খুনের মিছিল,সাগর (২২)নামেরএক যুবককে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে।
RELATED ARTICLES