রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল-চিড়া বিতরণ
রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বন্যার্তদের মাঝে চাল ও চিড়া বিতরন করা হয়েছে। ত্রান ও দূর্যোগ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার বিকেলে গোনা ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্যার্ত চারশত জনকে প্রতিজন ১০কেজি চাল এবং দুই কেজি করে চিড়া দেয়া হয়।
এদিন বিকেলে বিতরণ অনুষ্ঠানে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,নওগাঁ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মিল্টন চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান,গোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক,উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত বুধবার রাতে নওগাঁর ছোট যমুনা নদীর উপজেলার নান্দাইবাড়ী এলাকায় একাধিক স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এছাড়া একই দিন বিকেলে আত্রাই-রাণীনগর পাকা সড়কের নান্দাইবাড়ী নামকস্থানে ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বাঁধ ভেঙ্গে কয়েকটি এলাকা প্লাবিত হয়ে ৫শতাধীক পরিবার পানিবন্দি হয়ে পরে। এসব বন্যার্তদের জন্য সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের অধীনে খাদ্য সহায়তা হিসেবে চার মেট্রিকটন চাল বরাদ্ধ দেয়া ।