বোয়ালখালীতে সিমস প্রকল্প প্রত্যাশী’র ফলোআপ,মেন্টরিং,ভবিষ্যৎ কোঅর্ডিনেশন বিষয়ক সভা অনুষ্টিত
বিধান ঘোষ লিটন চট্রগ্রাম প্রতিনিধি
প্রত্যাশী’র আয়োজনে সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহায়তায় সিমস প্রকল্পের উদ্যোগে বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের প্রবাসি পরিবারের সদস্যদের ৪ মাস ব্যাপী আর্থিক সাক্ষরতা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন প্রাপ্তদের অংশগ্রহণে ফলোআপ, মেন্টরিং ও ভবিষ্যৎ কো- অর্ডিনেশন বিষয়ক মতসভা উপজেলার কাস্তুরী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন মহোদয়ের সভাপতিত্বে অনুষ্টিত সভায়, সিমস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী কৌশিক চক্রবর্তী সিমস্ প্রকল্পের কার্যক্রম এবং সিমস প্রকল্পের কার্যক্রম পরিচালনার মাধ্যমে অত্র ইউনিয়নের প্রবাসি এবং তাদের পরিবারের সাফল্যের কথা তুলে ধরেন। সভায় আরো উপস্থিত ছিলেন অত্র উপজেলার যুব উন্নয়ন অফিসার জনাব মোহাম্মদ মামুন এবং তথ্য আপা ফারিহা জান্নাত। নাজমুল হাসান ( পিও সেইফ মাইগ্রেশান, সিমস প্রজেক্ট) বক্তারা বলেন,সিমস প্রকল্প মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রমের ফলে প্রবাসি এবং তাদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতনতা সৃষ্টির প্রবনতা দৃশ্যমান হয়েছে। প্রবাসি পরিবারের সদস্যরা প্রশিক্ষন গ্রহন করে নিজেরা উদ্যোক্তা হয়েছেন।প্রবাসিরা আমাদের দেশে রেমিট্যান্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করছেন।প্রবাসি এবং তাদের পরিবারের সদস্যদের উন্নয়নের জন্য সিমস প্রকল্পের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
সার্বিক সহযোগিতায়: শামিম আক্তার, আতাহার মোবাশ্বের এবং সুমনা ভট্টাচার্য