ঘটনাটি ঘটেছে, (২০২১) মালতীনগর পশ্চিমপাড়া সলঙ্গা সিরাজগঞ্জ, সংবাদ সম্মেলনে বাদী হয়ে মোহাম্মদ আনসব আলী পিতা মৃত :সোহরাব আলী গ্রাম মালতি নগর পশ্চিম পাড়া থানা সলঙ্গা সিরাজগঞ্জ। তিনি জানান, সৌদি আরবের ভিসা বাবদ কথা বলে, মোহাম্মদ বাহের আলী পিতা মৃত জাভেদ আলী মালতিনগর কারিগর পাড়া, একই গ্রামে বসবাস। বিশ্বাস করে, ঘরবাড়ি, পশু, বিক্রি আর দুই ছেলের কাছে করে নগদ নয় লক্ষ টাকা প্রতিবেশীর সাক্ষীর বাহের আলী গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর বিদেশে নিতে না পারায় আনসব আলী বাহের আলীর কাছ থেকে টাকা ফেরত চাইলে অস্বীকার করে, এমনকি মেরে ফেলার হুমকি দেয়, নিরুপায় হয়ে, মোকাম জেলা ও দায়রা জজ আদালত সিরাজগঞ্জ ২০২১ সালের পহেলা এপ্রিলে মামলা দায়ের করেন, যার তদন্তভার পরে পিবিআই অফিসে, পিবিআই পুলিশ পরিদর্শক অফিসার মোঃ সোহেল রানা প্রাথমিকভাবে এই ঘটনাটি সত্য বলে প্রতিমান করেছেন। মামলাটি এখনো চলমান। আনসব আলি এখনো পর্যন্ত তার পাওনা টাকাটি ফেরত পায়নি , গোপন সূত্রে জানা গিয়েছে কিছু কিছু প্রভাবশালী লোকদের জন্য তার ন্যায্য অধিকার ফিরে পাচ্ছেন না, তিনি আরো জানিয়েছেন, তিনি সহ তার পরিবার এখন হুমকির মুখে, ঊর্ধ্বতম প্রশাসনিক কর্মকর্তার কাছে তিনি সহযোগিতা চেয়েছেন।