এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ।
ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয়ে কৃষি ব্যাংক ম্যানেজারকে ঋণের চাপ দুই প্রতারক গ্রেপ্তার।
ডিজিএফআইয়ের ডাইরেক্টর পরিচয় দিয়ে ১০ লক্ষ টাকা ঋণ নিতে চাপ প্রয়োগ করতে থাকে। এদিকে কথিত প্রতারক অন্যদিকে তার সহযোগিতাকারী দু’জন মিলে নাচোল উপজেলাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,নাচোল বাজার শাখায়,চাঁপাইনবাবগঞ্জের সদর থানার আওতাধীন নামোশংকরবাটির
এনামুল হকের ছেলে মো. সিরাজুল ইসলাম (৫৫),অন্যদিকে একই জেলার নাচোল থানার আওতাধীন উত্তর মল্লিকপুর গ্রামের,মো.রফিকুল মন্ডলের ছেলে,খলিল মন্ডল ৫২। তারা নাচোল শাখার রাজশাহী কৃষি ব্যাংকে ১০ লক্ষ টাকা ঋণ নেওয়ার জন্য ব্যাংক ম্যানেজারকে চাপ প্রয়োগ করেন এক পর্যায়ে ব্যাংকের শাখা ম্যানেজারের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় থানা পুলিশকে অবগত করেন। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদেরকে চেপে ধরলে তারা নিজেদেরকে ভুয়া বলে স্বীকারোক্তি দেন।
এ বিষয়ে জানতে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেকুর রহমান সরকার বলেন,নাচোল থানার আওতাধীন কৃষি ব্যাংক ম্যানেজারের কাছে ১০ লক্ষ টাকার ঋণের বিষয়টি ভূয়া ডিজিএফআইয়ের ডাইরেক্টর মনে হলে তারা নাচলো থানাকে অবগত করলে ঘটনার বিষয় তাদের দু’জনকে আটক করা হয়। উক্ত বিষয়টির তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান তিনি।