
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গোলাম হোসেন শুভন সরকার চান্দইকোনা বাজারে প্রতিটি দোকানে গিয়ে ভোটার দের কাছে এবং সমাজের সর্বস্তরের সমাজের মানুষের মাঝে ভোট চাইতেছেন, তিনি একজন আত্মপরায়ণতা, ব্যক্তিত্বসম্পন্ন অধিকারী। ম্মাট উপজেলা পরিষদ ও সন্ত্রাস মাদক এবং দুর্নীতি মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রায়গঞ্জ সলংগার উন্নয়নের উপকার ও মেহনতি মানুষের বলিষ্ঠ। শোষিত বঞ্চিত।নিপিড়ীত নির্যাতিত।দুঃখী মানুষের একমাত্র ঠিকানা জনতার অহংকার যুব সমাজের প্রিয় নেতা। মোঃ গোলাম হোসেন শুভন সরকার। সভাপতি রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতি। সভাপতি রায়গঞ্জ উপজেলা মানবাধিকার উন্নয়ন কমিশন। সাবেক সভাপতি রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগ।

