ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে চৌদ্দগ্রাম উপজেলায় বেসরকারি ফলাফলে জয়ী তিনজনই নতুন মুখ।
মীর মোজাহারুল হক
কুমিল্লা জেলা প্রতিনিধি
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে চৌদ্দগ্রাম উপজেলায় বেসরকারি ফলাফলে জয়ী তিনজনই নতুন মুখ।
৫ জুন রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ রহমত উল্লাহ। এর আগে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৪২টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল (আনারস) প্রতীকে ১২৫৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একে এম গোলাম ফারুক( দোয়াত কলম) পেয়েছেন ৫৪৬৮ ভোট। মোঃ তৌহিদুর রহমান( মোটরসাইকেল)- ১৭৯৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ ইসহাক খান (বই) ১২৪৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দী এ এস এম শাহিন মজুমদার পেয়েছেন ৭৪৬৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজেরা আক্তার ববি(কলস) ১২৪৮৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদন্দী রহিমা আক্তার (ফুটবল) ৭৫৭১ভোট পেয়েছেন। তারা তিনজনই এবার প্রথম বারের মত নির্বাচিত হয়েছেন।