[ তারিখ-০৯/০৬/২০২৪ খ্রিঃ]
মান্যবর পুলিশ সুপার, জনাব, মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সদর সার্কেল, সিরাজগঞ্জ, জনাব, মোঃ রেজওয়ানুল ইসলাম স্যারের নির্দেশনায় কাজিপুর থানাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল মজিদ, কাজিপুর থানা, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে কাজিপুর থানা নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ টিম ইং-০৮/০৬/২০২৪ তারিখ কাজিপুর থানাধীন মনসুরনগর ইউনিয়নের অন্তর্গত মাজনাবাড়ী গ্রামস্থ মোঃ মনির হোসেন (৩০), পিতা-মৃত গোলাম মোস্তফা @ নান্নু, সাং-মাজনাবাড়ী, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জ এর বসত বাড়ী হইতে ০১ (এক) টি, বাজাজ ডিসকভার ১১০ সিসি লাল কালো রংয়ের মোটর সাইকেল যাহার চেচিস নং- PSUA15AY5LTM07009, ইঞ্জিন নং- JBZWKH61754 সহ আসামী ১। মোঃ হেলাল উদ্দিন (৩৫), পিতা-মোঃ রইচ উদ্দিন, ২। মোঃ রেজাউল করিম @ রতন মিয়া, উভয় সাং-উত্তর ছালাল, থানা-কাজিপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।