
সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার নিজ বাড়ির অদূরে ছোট্ট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক ব্যক্তি নিখোঁজ হওয়ার প্রায় ২৬ ঘন্টা পর ঘটনাস্থল থেকে ২ কিলোমিটার দূরে ভেসে উঠলো মৃতদেহ। নিহত নেশারুল হামিদ পিন্টু (৫৫) উপজেলা সদর ইউপির বীর মুক্তিযোদ্ধা মৃত আ: রাজ্জাকের ছেলে। ৯ জুলাই মঙ্গলবার বিকেল আনুমানিক পৌনে ৪ ঘটিকার সময় ঘটনাস্থল তেজাপাড়া হিন্দুপাড়া ঘাট থেকে প্রায় ২ কি.মি. দূরে দোনইল ব্লকবাঁধানো ঘাটে ভেসে উঠে মৃতের লাশ। দোনইল গ্রামের ইলেকট্রিক মিস্তি বাবর আলী জানান, আমার বাড়ি নদীর পার্শ্বে হওয়ার সচারাচর নদীতে নজর থাকে, বিকেলে হঠাৎ দেখি কি যেন একটা ভেসে আসছে! নিশ্চিত হতে কাছে গিয়ে দেখি একটি মৃতদেহ, তখন আমিসহ আরো কয়েকজন মৃতদেহটিকে উদ্ধার করি, খবর পেয়ে মৃতের স্বজনরা এসে তাৎক্ষণিক লাশটি নিয়ে যায়। উল্লেখ্য, গত ৮ জুলাই সোমবার দুপুর আনুমানিক দুই ঘটিকায় ভাতিজা রাসেলকে নিয়ে নদীতে গোসল করতে নামে পিন্টু, একপর্যায়ে নদীতে সাঁতরানোর উদ্দেশ্যে নদী পাড়ি দিয়ে অপরপ্রান্তে যায় সে, কিন্তু পুনরায় সাঁতার দিয়ে আসার সময় মাঝ নদীতে তলিয়ে যায়। এ সময় আশেপাশের লোকজনের ডাক-চিৎকারে সবাই এগিয়ে আসলেও তার কোন হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে বদলগাছী উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা আসে। তবে উপজেলাতে ডুবুরি না থাকায় রাজশাহী বিভাগীয় ইউনিটের সহযোগিতার ডুবুরি নদীর তলদেশে তল্লাশি করেও নিখোঁজ ব্যক্তির কোন সন্ধান মেলেনি ঐ দিন। পরেরদিন ৯ জুলাই সকাল থেকে পুনরায় উদ্ধার অপারেশন পরিচালনা করে আসছিল ফায়ার সার্ভিস। ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।