ইংরেজি ১৩/৭/২৪ তারিখ রাত ১:৩০ঘটিকার সময় তিনজন শিশুকে উদ্ধার করা হয়। তাদের নাম ১)মো আল-আমিন (১২)পিতা মোঃ রফিকুল ইসলাম ঠিকানা নয়টোলা চেয়ারম্যান গলিশিশু পার্কের নিকট থানা হাতিরঝিল ডিএমপি ২)মোহাম্মদ আসিফ (১৩)পিতা মমতাজ ঠিকানা দক্ষিণগাঁও ২নং গলি থানা সবুজবাগ ডিএমপি ৩)মো জিসান (১০)পিতা সবুজ গ্রাম কাশিপুর থানা ,,,,,,,,,জেলা টাঙ্গাইল। তিনজন শিশু বর্তমানে সিরাজগঞ্জ সদর থানার নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী ডেস্ক হেফাজত আছে। পরিচয় পেলে যোগাযোগ করুন।নারী শিশু বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্ক অফিসার। মোবাইল নম্বর ০১৩২০১২৯৫২৮ অথবা ডিউটি অফিসার ০১৩২০১২৯৫৯৫। বাংলাদেশ পুলিশ আপনার সেবায় নিয়োজিত। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করুন। সবাইকে বিষয়টি অবগত করার জন্য সিরাজগঞ্জের সদর থানার সম্মানিত ওসি মহোদয় আহ্বান করেছেন।