সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ‘বৈশ্বিক পরিস্থিতি’ দায়ী উলেস্নখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বড় বড় দেশগুলো যুদ্ধ করে একে-অন্যকে নিষেধাজ্ঞা দেয়। এসব কারণে জিনিসপত্রের দাম বাড়ে। সেটার জন্য কষ্ট করতে হয় বাংলাদেশের মতো দেশগুলোর সাধারণ মানুষকে। আমাদের আজকের এই কষ্টের জন্য আমরা দায়ী নই। এই কষ্টের জন্য দায়ী বিশ্বের সংকটজনক পরিস্থিতি।’ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের দশম মৃতু্যবার্ষিকীতে রোববার দুপুরে নওগাঁ নওযোয়ান মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিশ্বে আজকে স্যাংশন, যুদ্ধ। নতুন নতুন সংঘাত পৃথিবীকে অস্থিতিশীল করে তুলেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি- এটা শুধু আমাদের নয়, সারা বিশ্বের সমস্যা। এই পরিস্থিতির দ্রম্নতই অবসান হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা জনগণের কোনো সন্ধান পান না। অথচ আজরাইলের খোঁজ পেলেন কীভাবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতি রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন, দিবা স্বপ্নও দেখেন। তিনি স্বপ্ন দেখেন ক্ষমতার, দেখেন ময়ূর সিংহাসনের। গণআন্দোলন গড়ে তুলতে বিগত ডিসেম্বর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত পারেননি। আগামী জুন থেকে নভেম্বর পর্যন্তও পারবেন না।’ ওবায়দুল কাদের বলেন, ‘বিগত ৪৮ বছরে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেশের গরিব মানুষের আপনজন আর কেউ হতে পারেননি। এই ৪৮ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সৎ, পরিশ্রমী, দক্ষ নেতা আর পাওয়া যায়নি। তার মতো দেশ-বিদেশ থেকে এত সম্মান আর প্রশংসা বাংলাদেশের আর কোনো প্রধানমন্ত্রী অর্জন করতে পারেননি। তিনি বিশ্বে বাঙালি জাতিকে সম্মানীত ও মর্যাদাশীল করেছেন।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দেশের মানুষের কথা সব সময় ভাবেন, অর্থনীতির কথা ভাবেন, মানুষের কল্যাণের কথা ভাবেন। তিনি দিনরাতে মাত্র ৩ ঘণ্টা ঘুমান। পুরো সময় কীভাবে মানুষের-দেশের উন্নয়ন করা যায়, সেই চিন্তায় মগ্ন থাকেন।’ নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে- খাদ্যমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার, আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। এর আগে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নওগাঁ শহরের চকপ্রাণ এলাকায় প্রয়াত নেতা আব্দুল জলিলের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কবর জিয়ারত করেন। এ ছাড়াও তিনি শহরের সরিষাহাটির মোড়ে নবনির্মিত জেলা আওয়ামী লীগের অফিস ভবন উদ্বোধন করেন।