সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে তলিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠান! নওগাঁর মহাদেবপুরে প্রাচীনতম ঐতিহ্যবাহী আত্রাই নদীর বেরিবাঁধ ভেঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তলিয়া গেছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার মহাদেবপুর সদর ও দোহালি মৌজার সীমান্ত এলাকায় বেরিবাঁধের প্রায় ১০০ হাত ভেঙ্গে গেছে। এখনো পানির স্রোত প্রবাহিত আছে। ইতিমধ্যে স্থানীয় ইটভাটা, মন্দির, মাছ চাষের পুকুর তলিয়ে গেছে। এছাড়া জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা তলিয়ে গেছে। সরোজমিনে কথা হয় ইটভাটা ও পুকুরের মালিক হুমায়ুনের সাথে। তিনি জানান তার লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কি করবেন বুঝে উঠতে পারছেন না। হঠাৎ করে সকালে নদীর পানি বেড়ে গিয়ে তার প্রতিষ্ঠানের পাশে বেরিবাঁধ ভেঙে যায়। তার পুকুরের সকল চাষাবাদের মাছ ভেসে গেছে। সর্প মন্দিরের স্বত্বাধিকারী সুজিত জানান তার মন্দির পুরোটা তলিয়ে গেছে। পূজা অর্চনা বন্ধ রয়েছে। খবর পেয়ে বেরিবাঁধ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ। তারা জানান দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানে বালুর বস্তা সহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে স্রোত বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল কে সকল দায়িত্ব দেয়া হয়েছে।