মোহাম্মদ শরিফুল ইসলাম (ক্রাইম রিপোর্টার) সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মাত্র আর কয়েকদিন এর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। তাই শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্থ সময় পার করছে সিরাজগঞ্জ জেলার প্রতিমা তৈরির কারিগররা। দিন রাত ঘাম ঝরানো পরিশ্রম করে তৈরি করা হচ্ছে দূর্গা মায়ের প্রতিমা। বিভিন্ন ডিজাইন ও কারুকার্য্য দিয়ে মাটি, খড় এবং শুতলি সাহায্যে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা , এক একটি মন্দিরে তৈরি করা হচ্ছে এক একরকম প্রতিমা। ডিজাইনের উপর ভিত্তি করে মুজুরি নিচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।
কয়েকজন প্রতিমা তৈরির কারিগর বলেন এবছর আমরা প্রতিমা তৈরিতে ন্যায্য মূল্য পাচ্ছি না , যে দামে আমরা প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছি তাতে আমাদের লোকসান গুনতে হচ্ছে কারন হঠাৎ করে বন্যার হওয়াতে প্রতিমা তৈরির প্রধান উপাদান মাটি পাওয়া যাচ্ছে, মাটি পাওয়া গেলেও দাম একটু বেশি, এবং রং এর দাম ও বেশি এর সাথে প্রতিমার সৌন্দর্য্যের জন্য যে সাজ গুলো ব্যবহার করা হয় তার দাম ও বেশি ।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাথে কথা হলে তিনি বলেন এবছর সিরাজগঞ্জ উদযাপিত হতে যাওয়া দূর্গা পূজার মন্দিরের সংখ্যা সঠিক বলতে পারছি না ৩/২ দিন পর তথ্য হাতে আসলে আমরা বিস্তারিত জানাতে পারবো
এদিকে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার শারদীয় দূর্গা পূজার উৎসব কে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্তক্য রাখা হয়েছে।