ডা. আজাদ খান, বিভাগীয় ক্রাইম রিপোর্টার, ময়মনসিংহ,
তাং ৮ এপ্রিল ২০২৪ খ্রী.
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের খ সার্কেলের পরিদর্শক মোঃ এনামুল হক এর নেতৃত্বে (০৭ এপ্রিল) দুপুর ১২.০০ ঘটিকার সময়ে ইসলামপুর থানাধীন ফুলকারচর গ্রামে অভিযান পরিচালনা কালে মৃত আজিজুল হকের ছেলে আসামি জাহাঙ্গীর (৩৫) কে মাদকসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন হেরোইন সহ গ্রেফতার করার সময় এক পর্যায়ে দস্তাদস্তি শুরু করলে সঙ্গে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের Readings পার্টির মামলার সহায়তা দানকারী মোহাম্মদ হুমায়ুন (৪৫) কে আসামী জাহাঙ্গীর এর পকেটে থাকা একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু দ্বারা বুকের বাম পাজরে ঘাই মেরে মারাত্মকভাবে জখম করে।
আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় অভিযান পরিচালনাকারী দলের সদস্যরাও তার পিছনে দৌড়ে গিয়ে আসামিকে জাহাঙ্গীর কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আসামীর কাছ থেকে চার গ্রাম হিরোইন ও একটি কালো রঙ্গের স্টিলের চাকু উদ্ধার করা হয়।
পরবর্তীতে জখম প্রাপ্ত ব্যক্তি হুমায়ুন কে চিকিৎসার জন্য প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন, জখমীর অবস্থার আরো অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ মোঃ ফাহিম আহত হুমায়ুন কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক মোঃ এনামুল হক বাদী হয়ে ইসলামপুর থানায় দুইটি পৃথক মামলা হয়।
একটি মাদক আইনে, আরেকটি হত্যার উদ্দেশ্যে চাকু দ্বারা ঘাই মেরে মারাত্মকভাবে জখম করার জন্য সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত আলামত: (১) হেরোইন ৩৮ পুড়িয়া, ওজন ৪ গ্রাম হেরোইন (২) একটি অত্যাধুনিক সুইচ গিয়ার চাকু।
বর্তমানে আহত মোঃ হুমায়ুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।