মোহাম্মদ সাইদ
ঢাকার কেরানীগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের এখনো কোনো পরিচয় মেলেনি।নিহত যুবকের আনুমানিক বয়স হবে প্রায় ৩৪/৩৫ বছর। আজ শনিবার দুপুরে মডেল থানার কালিন্দী ইউনিয়নের ভাগনা চিতাখোলা সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
ভাগনা চিতাখোলা এলাকার নাইট গাট মন্জু মিয়াঁ জানান, শুক্রবার রাতে অজ্ঞাত ওই যুবক উদ্দেশ্যহীনভাবে এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় চোর সন্দেহে ওই যুবককে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেরানীগঞ্জ মডেল থানার সাব ইন্সপেক্টর শরীফ আহমেদ জানান খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে নিহত যুবকের লাশটি উদ্ধার করি। নিহতের পরনে ছিল একটি নীল রঙের গেঞ্জি ও ছাফা রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট।
এ ব্যপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশীদ বলেন, কালিন্দী ইউনিয়নের চিতাখোলা রোডের বালির মাঠ হতে পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে। মরদেহটির শরীরে বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে তিনি গণপিটুনিতে মারা গেছেন।
তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।