প্রকাশের সময় : ঢাকা, শুক্রবার ০৩ ফাল্গুন১৪৩০ বঙ্গাব্দ,১৬ ফ্রেরুয়ারী ২০২৪খ্রিস্টাব্দ,৫ শাবান ১৪৪৫ হিজরি,আপডেট :০৫.২০:৩০পিএম.
মোহাম্মদ সাইদ ( স্টাফ রিপোর্টার) : ঢাকা কেরাণীগঞ্জে বৃদ্ধকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে কেরাণীগঞ্জে মডেল থানার পুলিশ।
১৫ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার কেরানীগঞ্জ মডেল থানায় এক সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন কবির।তিনি বলেন,২৭ জানুয়ারিকেরানীগঞ্জ মডেল থানাধীন উপজেলার বামনশুর সড়কে ৬৫ বছর বয়সের এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় লোকজন উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার জ্ঞান না ফেরায় ওই অবস্থায় ২৯ জানুয়ারি মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, প্রথমে নিহতের নাম-পরিচয় না পাওয়া গেলেও পরে খুঁজে জানা যায়, নিহতের নাম আব্দুল হামিদ। তার কোনো ছেলে নেই, একমাত্র মেয়েকে নিয়ে অভাবের সংসার। পেটের ভাত জোটাতে ৬৫ বছর বয়সে ভাড়ায় অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন।
ঘটনার দিন সন্ধ্যায় সুমন (৩৫), সাইদুল (২৭) ও আক্কাস (৫৭) রোহিতপুর থেকে আব্দুল হামিদের অটোরিকশায় কোনাখোলা আসার জন্য ভাড়া করে। পথিমধ্যে কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস খেতে দেয়। জুস পানের পর হামিদ জ্ঞান হারালে তাকে বামনশুর সড়কে ফেলে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। মামলার পর আসামি ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ছিনতাই চক্রের সাথে জড়িত ছিনতাই হওয়া অটোরিকশা কেনার অপরাধে রানা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে বৃদ্ধের স্বজন ও তার মেয়ে সাংবাদিকদের জানান আমার বাবা আমাদের পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল যারা আমার বাবাকে নির্মমভাবে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই।