মোহাম্মদ সাইদ: ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে কেরানীগঞ্জের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি ইলিশ, ৮০ কেজী জেলি মিশ্রিত চিংড়ি ও ২০০ কেজী রঙ মিশ্রিত শিং মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ অক্টোবর (শুক্রবার) সকালে উপজেলা পরিষদের অস্থায়ী মাছ বাজার, জিনজিরা, খোলামোড়া,আটিবাজার ও কলাতিয়া মাছ বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। এ সময় ৩ মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা এবং আর কখনো নিষিদ্ধ মাছ বিক্রি করিবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। পরে জব্দকৃত ইলিশ মাছগুলো এতিমখানায়, শিং মাছগুলোকে নদী অবমুক্ত এবং জেলি মিশ্রিত চিংড়িগুলোকে মাটিতে পুতে ধ্বংস করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ আলাউল ইসলাম কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা বলেন, এটা মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ইলিশ ধরা যেমন অপরাধ তেমনি বিক্রি করা, সংরক্ষণ করাও শাস্তিযোগ্য অপরাধ। তাছাড়া অভিযোগ ছিলো বিভিন্ন মাছ বাজারে অসাধু ব্যবসায়ীরা জেলি মিশ্রিত চিংড়ি ও রঙ মিশিয়ে শিং মাছ বিক্রি করে। এটি নিয়মিত অভিযানের অংশ বলেও জানান তিনি।