মোহাম্মদ সাইদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারের জনসচেতনামূলক কর্মসূচির ফলে এখন অনেকের মাঝে উপলব্ধি এসেছে, মাদকাসক্তি বা মাদক বিক্রি করা বা পরিবহন করা একটি অপরাধ।
মাননীয় প্রধানমন্ত্রীর মাদক বিরোধীর বিশেষ উদ্যোগের ফসল আজ দেশবাসী কৃতজ্ঞ ।মাদক বিরোধী সর্বত্র অভিযান চলছে সারা দেশব্যাপী এরই ধারাবাহিকতার ফসল মিলেছে আজ
ঢাকার কেরানীগঞ্জে বুধবার (৫ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক আইনে ১০ মাদকসেবীকে একমাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ নিজাম, মো. ফালান, মোহাম্মদ আলমগীর হোসেন, মো. রাসেল, মো. সোহেল, মোহাম্মদ সবুজ, মো. আব্দুল জলিল, কামাল হোসেন, মোহাম্মদ মামুন হোসেন ও মো. রতন মিয়া প্রমূখ।