ইসমাইল সিরাজী গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে জোরপূর্বক ধান কর্তন। প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর জখম হয়েছে। গোবিন্দগঞ্জ থানার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের গজিয়াপাড়া গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে জাকারিয়া ফকির গংরা পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিল। আলহাজ্ব আব্দুস সামাদের মৃত্যুর পর হঠাৎ তার ২য় স্ত্রী পরিচয় দিয়ে এক নারী ভোগদখলীয় ওই জমি বে-দখল করার হুমকি দিয়ে আসছিল।এরি এক পর্যায়ে গত ০৪/১১/২২ইং তারিখ দিবাগত রাতে জাকারিয়া ফকিরের লাগানো গুটি স্বর্না ধান একই ইউনিয়নের চককুচমুড়ি গ্রামের ছলেমান আলীর ছেলে আজাদুল ও রাজু গংরা ভাড়াটিয়া লোকজন নিয়ে গিয়ে দলোবদ্ধ ভাবে প্রায় ১৫মন জমির ধান কর্তন করে নিয়ে যায়। খবর পেয়ে জাকারিয়াগংরা জমিতে গিয়ে ধান কর্তনে বাঁধা দিলে নুরুন্নবী,মর্জিনা বেগমসহ ৩জনকে এলোপাথারি মারপিট করে গুরুতর জখম করে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধা গোবিন্দগঞ্জ জমি নিয়ে বিরোধে জোরপূর্বক ধান কর্তন। প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর জখম
RELATED ARTICLES