(ইসমাইল সিরাজী) গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ২টি ভেন্যুতে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-মারুফ। সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বারোপ করেন রংপুরের পীরগঞ্জ বারটান আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ছাদেকুল ইসলাম। এরআগে গত মঙ্গলবার (৮ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গনেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (বারটান) পীরগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন (প্রশিক্ষক) ছিলেন- কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক (গাইবান্ধা জেলা) কৃষিবিদ বেলাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. আবুল ফাত্তাহ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেন, বারর্টান আঞ্চলিক কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমুখ। এতে এসএএও, শিক্ষক, ঈমাম, পুরোহিত, তথ্য আপা, মিডিয়াকর্মী, জন প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন পর্যায়ের ৬০ জন ব্যক্তি প্রশিক্ষণে অংশ গ্রহ।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ দিনব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি প্রশিক্ষণ অনুষ্ঠিত
RELATED ARTICLES