
মোঃ শামীম শাহরিয়ার (ব্যুরো চিফ রাজশাহী বিভাগ):
রাজশাহীর চারঘাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৮ মার্চ ২৫ইং সন্ধ্যায় সরদহ সরকারী মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল এর সভাপতিত্বে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাইদ চাদঁ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুল মমিন, সাধারন সম্পাদক নজমুল হক, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পদক আব্দুস সালেক আদিলসহ চারঘাট উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাইদ চাদঁ ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন কর্মী হিসেবে দেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।
মোঃ শামীম শাহরিয়ার
ব্যুরো চিফ রাজশাহী বিভাগ
২৮ মার্চ ২৫ইং