মোঃ আঃ জলিল মন্ডল(ক্রাইম)রিপোটার গাইবান্ধাঃ
গাইবান্ধায় চেক ডিসঅনার মামলায় জনতা ব্যাংকের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার আবু সালেহীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়েছে। তার বাড়ি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায়।
ভুক্তভোগীরা জানান, জনতা ব্যাংক গাইবান্ধা প্রধান শাখায় কর্মরত থাকা অবস্থায় সিনিয়র অফিসার আবু সালেহীন বিভিন্ন গ্রাহকের কাছ থেকে টাকা হাওলাত (ধার) নিতেন। গ্রাহকরাও সরল বিশ্বাসে তাকে টাকা ধার দিতেন। পরে ধার পরিশোধে নানা তালবাহানা করেন। এমতাবস্থায় দীর্ঘদিনেও ধারের টাকা না পেয়ে এক গ্রাহক আবু সালেহীনের নামে আদালতে মামলা দায়ের করেন। মামলা নং সি. আর-৭৮৮/২২। মামলায় হাজির না হওয়ায় সম্প্রতি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক মামলা রয়েছে