জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার বাগমারা উপজেলায় মো: আলমগীর হোসেনকে সভাপতি ও মো: আবু বকর সরকারকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির নির্দেশে রাজশাহী বিভাগীয় কমিটি এই কমিটির অনুমোদন দেন।
আজ রবিবার বিকেলে শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে বাগমারা উপজেলার নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পদকের হাতে রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রকিব হাসান সকাল সাক্ষরিত এই কমিটি তুলে দেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন।
এ সময় সংগঠনের সহ সভাপতি মাসুদ পার্ভেজ চৌধুরী,বিভাগীয় দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা,সহ দপ্তর সম্পাদক গোলাম রশুল রনক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু,কার্যনির্বাহি সদস্য নাঈম হোসেন, মামুনুর রশীদ, সোহেল রানা, মারুফ আহম্মেদ, সোনিয়া, মো: শহিদুজ্জামান সোহেল,মো: গোলাম সারোয়ার পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।