মোঃ মাছুম আহমদ মৌলভীবাজার প্রতিনিধিঃ
জুড়ীতে জালালাবাদ এসোসিয়েশন কাতার এর পক্ষ থেকে ঢাকা কেন্দ্র কতৃক অনুমোদিত শীতবস্ত্র বিতরণ, শনিবার ২৫ জানুয়ারি,৩০০শ’ অসহায় সীতার্ত মানুষের মাঝে বিকাল ৫ ঘঠিকার সময় জুড়ী নাইট চৌমুহনীতে অনুষ্টিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জালালাবাদ এসোসিয়েশন ঢাকা বহিবিশ্ব কমিটির সভাপতি,আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।বিশেষ অতিথি,সদর ৫নং জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,হাজী মাছুম রেজা।
বিশেষ অতিথি, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি,জুবের খান।বিশেষ অতিথি,কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাংগটনিক সম্পাদক,আবুল হাসান,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, জালালাবাদ এসোসিয়েশন শীতবস্ত্র বিতরণ এর আয়োজন দেখে কাতারের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি আশা করেন, ঐতিহ্যবাহী এ সংগঠন বৃহত্তর সিলেট সহ বিভিন্ন স্থানে অসহায় নিপীড়িত মানুষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দেবে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে নতুন বাংলাদেশের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জালালাবাদ এসোসিয়েশনের সহ সভাপতি ও সাংগটনিক গণমাধ্যমকে বলেন,এরই ধারাবাহিকতায় জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।