সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় একদল বখাটের হাতে মাফিউল আলম সুজন (১৯) নামে এক কলেজ ছাত্র প্রহৃত হয়েছেন। তিনি উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের চাকলা গ্রামের ইউপি মেম্বার আজাহার আলীর ছেলে ও চাঁন্দাশ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করান। এব্যাপারে মহাদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রহৃত সুজন জানান, গত সোমবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে তিনি তার এক বন্ধুর এসএসসির মার্কস সার্টিফিকেট নেয়ার জন্য পাশর্^বর্তী গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে যান। তখন প্রধান শিক্ষককে না পেয়ে স্কুলের গেটের বাইরে অপেক্ষা করতে থাকেন। এসময় একদল বখাটে সেখানে উপস্থিত হয়ে তাদেরকে সেখান থেকে চলে যাবার নির্দেশ দেন। সুজন ও তার বন্ধু এসময় পাশের একটি চায়ের স্টলে গিয়ে দাঁড়ান। ওই বখাটেরা সেখানেও উপস্থিত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে তাকে বেদম মারপিট করতে থাকে। তাদের মারপিটে সুজন মারাত্মক আহত হয়ে পাশের খাদে পড়ে যান। এ অবস্থায়ও তাকে লাঠি দিয়ে পিটানো হয়। এসময় সুজন জ্ঞান হারিয়ে ফেলেন। সুজনের বন্ধুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মারাত্মক আহত অবস্থায় সুজনকে উদ্ধার করেন। এব্যাপারে সন্ধ্যায় সুজনের পিতা বাদি হয়ে মহাদেবপুর থানায় গঙ্গারামপুর গ্রামের গোপাল হোসেনের ছেলে মুন্না (২০), আবুল কালামের ছেলে তপু (২২), সিরাজুল ইসলামের ছেলে শাহাদৎ হোসেন ও জাবেদুল ইসলামের ছেলে শাহরিয়ারের (২১) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা জানান, এসব বখাটেরা প্রায়ই মাদক গ্রহণ করে বিভিন্ন জনের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটায়। মহাদেবপুর থানার এসআই আশিক ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। তিনি জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।