সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ পুলিশ লাইন্স মাঠে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার(১লা ডিসেম্বর) বিকাল ৩ঘটিকায় নওগাঁর পুলিশ লাইন্স মাঠে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মো: কুতুব উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডি আই জি জনাব মো: আলমগীর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ডি আই জি বলেন ‘এ রেঞ্জের পুলিশ সদস্যদের আর ভয়ের কারণ নেই। পুলিশ আগের মতোই আছে। পুলিশ আর ভীত নয়। এখানে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সেনাবাহিনীর পোশাক আলাদা হলেও দেশের স্বার্থে আমরা এক হয়ে কাজ করছি। কাজের ধরণে পরিবর্তন আনতে পারলে জনগণ পুলিশকে সবসময়ই সহযোগিতা করবে। আর দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সময়সাপেক্ষ ব্যাপার। ৫আগস্টের আগের সিস্টেম একদিনে পরিবর্তন করা সম্ভব না। আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে অপরাধ দমনের ক্ষেত্রে পরিবর্তনটা নিজের থেকে শুরু করা উচিৎ বলে জানান তিনি।’
এর আগে জেলা বিএনপির আহ্বায়ক তার বক্তব্যে বলেন ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা ফিরে এসেছে সেটি ধরে রাখতে হবে। নির্যাতিত-নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। সন্ত্রাসী ও চাঁদাবাজিতে জড়িতরা যেই দলেরই হোক না কেন সেটি বিবেচনায় না নিয়ে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, সেক্রেটারি অ্যাডভোকেট আসম সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ইউনাইটেড প্রেসক্লাব, নওগাঁর সম্মানিত সাংবাদিকবৃন্দসহ আরো বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপি জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, এবং সাধারণ জনগনের লক্ষনীয় উপস্থিতিতে উক্ত সুধী সমাবেশ সম্পন্ন হয়।