সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় জেলা সদরে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। এ বিপ্লবের অর্জন ছাত্র জনতার। এ অর্জন স্থায়ী হবে না যদি এ বিপ্লব বেহাত হয়ে যায়। শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, ঐক্য প্রতিষ্ঠা, দুর্নীতি, চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে শহীদ ও আহত পরিবারের সাথে মতবিনিময় সভায় একথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক মাহিন সরকার।
তিনি বলেন, একটা বিপ্লব যদি বেহাত হয়ে যায় তাহলে কি হতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ ১৯৭১ সাল। ১৯৭১ সালে একজন সাধারণ কৃষক ও যুদ্ধে গিয়েছিল কোন পলিটিক্যাল পার্টির এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় দেশ স্বাধীনের জন্য। তেমনি ২৪ এর আন্দোলনেও কোন পলিটিক্যাল পার্টির নয় নিজেদের অধিকার বাস্তবায়নের জন্যই। তাই আমাদের সকলকেই এই বিপ্লব রক্ষায় কাজ করতে হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম আসাদ, আব্দুল্লাহ আল মাহমুদ মেহেদী, ফয়সালা আহমেদ, মাসুদ রানা, মাহাদীসহ আরো অনেকে। মতবিনিময় সভা শেষে নওগাঁর দুই শহীদ ছাত্রের কবর জিয়ারত করেন তারা।