সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
র্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষন মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩ এর চৌকস অপারেশনাল দল ০৯ এপ্রিল ২০২৪ তারিখ ১৬৩০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানধীন পাগলাদেওয়ান এলাকা থেকে ধর্ষক মোঃ ইয়ানুর ইসলাম (২৫), পিতা-মোঃ মাহাবুব হোসেন, সাং-রূপনারায়নপুর, থানা-ধামুইরহাট ও জেলা-নঁওগা কে গ্রেফতার করে। ঘটনা সূত্রে জানা যায়, গত ০৯/০৪/২০২৪ তারিখ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় মোছাঃ আমিনা খাতুন এর শয়ন কক্ষে প্রবেশ করে মোঃ ইয়ানুর ইসলাম বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ধর্ষন করে। পরবর্তীতে ০৯/০৪/২০২৪ তারিখ দুপুরে আবারও ইয়ানুর আমিনার সাথে দেখা করতে আসলে উভয়ের মধ্যে বিয়ের বিষয় নিয়ে বাগবিতন্ডার সৃষ্টি হয়। বাগবিতন্ডার একপর্যায়ে ইয়ানুর আমিনার উপর চড়াও হয়ে টেনে হিচড়ে বাড়ির পিছনে লিচু বাগানে নিয়ে গিয়ে মাটিতে ফেলে গলায় ছুরি বসিয়ে হত্যার চেষ্টা করলে আমিনা ইয়ানুরকে ধাক্কা মেরে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধর্ষিতা আমিনা ধর্ষন ও হত্যা চেষ্টার ব্যাপারে জয়পুরহাট র্যাব ক্যাম্পে একটি অভিযোগ করেন। ধর্ষিতা আমিনা কর্তৃক অভিযোগ প্রাপ্তির পর র্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ধর্ষক ইয়ানুর কে গ্রেফতার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ০৯-০৪-২০২৪ ইং নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন পাগলাদেওয়ান এলাকা হতে ধর্ষক ইয়ানুর কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার ধামুইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ।