সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ৷ বিএনপি সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে৷ রবিবার বিকাল চারটায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভদন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন মন্ডল, সহ-সভাপতি ডঃ মজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি বকুল প্রফেসরসহ দশটি ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ৷ বিক্ষোভ মিছিল ও সমাবেশটি সদরের প্রধান প্রধান পয়েন্টে প্রদক্ষিণ করে৷