সুমন কুমার বুলেট নওগাঁ জেলাঃ
নওগাঁর মহাদেবপুরে নবাগত ইউএনও মো.আরিফুজ্জামানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) দুপুরে তাঁর সভাকক্ষে এই মত বিনিময় সবার আয়োজন করা হয়। মত বিনিময় সভায় তিনি উপজেলার কর্তব্যরত সকল সাংবাদিকদের সাথে পরিচয় হন এবং তাদের খোঁজ খবর নেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মহাদেবপুরের খবরের প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আককাস আলী,রিপোর্টার্স রিপোর্টার্স প্রেসক্লাবের সভাপতি কিউএম সাঈদ টিটু,কাজী মিলন, রউসন জাহান,মহাদেবপুর প্রেসক্লাবের সদস্য বৃন্দ,সিনিয়র সাংবাদিক গোলাম রসুল বাবু,বরুণ মজুমদার,মহাদেবপুর মডেল প্রেস ক্লাবের সদস্য সচিব ইউসুফ আলী সুমন, সোহেল রানা,সনিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাংবাদিকগণ। এ সময় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জান এলাকার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কর্মকান্ডের জন্য উপজেলার সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।