সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় ১৩৫ কেজি গাঁজাসহ এক কারবারিকে আটক করেছে র্যাব। এসময় গাঁজা পরিবহন করা একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। বুধবার ভোরে জেলার মান্দা উপজেলার ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আব্দুল শুকুর। তিনি চট্টগ্রাম জেলার পটিয়া থানার বাসিন্দা এবং ওই কাভার্ডভ্যানের চালক। তার স্থায়ী ঠিকানা গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার বণী গ্রামে বলে জানা গেছে। বুধবার দুপূরে র্যাব-৫থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যে মাদকের খবর পায়। কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নাটোর হয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলো। পরে ওই স্থানে চেক বসিয়ে গাড়িটি থামানোর সঙ্কেত দেওয়া হয়। কিন্তু চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। কিন্তু তার সহযোগী পালিয়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর ১৩৫ কেজি গাঁজা উদ্ধারসহ কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। শুক্কুর দীর্ঘ দিন ধরে মাদকের কারবার করে আসছিলেন। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।