এম এ করিম চাঁপাইনবাবগঞ্জঃ
আনন্দ উৎসাহ্ ও ঘন উদ্দীপনায় নির্বাচনী মাঠের উৎফুল্ল জমকালো আয়োজন ও তার আমেজ নিয়ে আবারও মেতে উঠেছে জাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির নির্বাচন।
চলতি বছরে বণিক সমিতির বাজার নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন রুপে আনন্দের উল্লাস।নির্বাচনের মাঠে বেশ কয়েকটি ভিন্ন ভিন্ন পদের প্রার্থী থাকলেও জাতাহারা বাজার অভিভাবকের চেয়ারে বসাতে যোগ্য প্রার্থী হিসাবে মীম ওবায়দুল্লাহ্ এর প্রতি ঝুঁকছে ভোটাররা।
জাতাহারা বাজারা বণিক সমিতির ভোটারদের সাথে কথা বললে তারা জানায়,দেশের সব জাইগায় সংস্কার চলছে,আর এমন ধারাবাহিকতা ধরে রাখতে নির্বাচনের মাধ্যমে বাজার পিতার আসনে সৎ যোগ্য ন্যায় ইনসাফ ও ভবিষ্যৎ বিনির্মাণে আদর্শ রুপে বাজার গঠনে আনারস মার্কার প্রতি প্রবণতার ভার যেন সমিতির ভোটারদের।
এদিকে,নির্বাচনকে কেন্দ্র করে বাজারের ভোটাররা নিজ নিজ অবস্থান থেকে যোগ্য প্রার্থী কে বাজারের সিংহাসনে বসাতে প্রার্থীর দোষ গুণ সামনে রেখে বিবেচনায় আঁকছেন দোকানীরা।
এছাড়াও,ভিন্ন পদের প্রার্থীদের সাথে কথা বললে তারা জানায়,জাতাহারা বাজার ও ডোবার মোড় বণিক সমিতির সকল সদস্য চাই একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন,যাতে করে বাজার বাসীর জীবনমান উন্নয়ন এবং স্মার্ট বাজার গঠনে অগ্রহণী ভুমিকা রাখবে এমন আদর্শিক বাজার পিতার গলায় জয়’এর মালা পরাতে প্রস্তুত বাজারবাসী।