সুমন কুমার ঘোষ বুলেট নওগাঁ জেলাঃ নওগাঁর পোরশায় গত দুদিনে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১২ জন জখম হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টি র্যাবিস ভ্যাকসিন দেয়া হয়।
স্থানীয়রা জানান, গত রোববার (৯ অক্টোবর) ও সোমবার উপজেলার নীতপুর ইউনিয়নের নিতপুর গ্রামের আব্দুর রবুর ছেলে রজেল হোসেন (৪), নিতপুর দিয়াড়াপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে তামিম ইকবাল (৭), ও আব্দুল বাশিরের ছেলে বুশরা হোসেন (২), শিতলী গ্রামের মফিজুল ইসলামের ছেলে জনী হোসেন (৬) ও রবিউল ইসলামের মেয়ে শরিফা বানু (৫), সোহাতী গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুজ্জামান হোসেন (৩৫), দোয়ারপাল গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে সুফিয়া (১৩), আতাবুল ইসলামের ছেলে তামিম হোসেন (৪), আব্দুস সালামের ছেলে সিফাত হোসেন (৭) ও দোয়ারপাল গ্রামের শহীদুল্লাহ হোসেনের মেয়ে কন্যা মোসা: নুরি (৮), কালাইবাড়ি গ্রামের বরজাহান আলীর ছেলে আসিফ হোসেন (৪), বিষ্ণুপুর গ্রামের ইকবাল হোসেনের ছেলে জুনায়েদ আলীকে (৫) তাদের বাড়ির বাইরে বিভিন্ন সড়কে পাগলা কুকুরে কামড় দেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৌফিক রেজা বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আমরা এখন পর্যন্ত ১২ জনকে চিকিৎসা ও ভ্যাকসিন দিয়েছি।
নোটিসঃ আমাদের সকল প্রতিনিধি পার্সোনাল একাউন্ট থেকে নিউজ পাবলিশ করে থাকে, যে-কোনো সংবাদের দায়ভার তারা নিজেরাই বহন করবে।
পোরশায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১২ জন জখম
RELATED ARTICLES