প্রকাশের সময় : ঢাকা, শনিবার ১৪শ্রাবণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ,১০মহরম, ১৪৪৪ হিজরি,আপডেট : ০৮:৪০:৩৫ পিএম
মোহাম্মদ সাইদ:(স্টাফ রিপোর্টার)প্রধানমন্ত্রী খাবার পাঠানোকে নাটক বলে দাবি করেন আমানউল্লাহ আমান তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল তিনি বুঝতে পারেননি।
কথিত থাকে, রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে সেখান থেকে বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে জানা যায়, তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে ভর্তি করেছে পুলিশ। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লাহ আমানকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও জুসের প্যাকেট তুলে দেন।
এরপর বিকেলে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন। তিনি বলেন নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য আমার সাথে এ নাটক।এ ঘটনাকে কেন্দ্র করে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য নির্দেশ করেন তিনি ।
আমানউল্লাহ আমান বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা তিনি বুঝতে পারেননি।এ এক নাটক চলমান আন্দোলনে তার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতকর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আজকে একদফা দাবী পূরন না হওয়া পর্যন্ত, এই সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত,নির্দলীয় নিরপক্ষ সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত,সংসদ না ভাঙ্গা পর্যন্ত,এ আন্দোলন চলবে আমি আছি থাকব মৃত্যুর আগপর্যন্ত।আপনারা কোন গুজবে কান দিবেননা।আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক আমি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সৈনিক, আমি দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারমযান তারেক রহমানের দাবী তথা জনগনের একদফা দাবী নিয়ে কাজ করে যাচ্ছি দাবী আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি থাকবো ইনশাআল্লাহ দেশবাসীর কাছে দোয়া চাই ।