ফয়সাল হোসাইন সনি,জেলা প্রতিনিধি বগুড়া
১৭ জুলাই বৃহস্পতিবার আনুমানিক ৫.৩০ ঘটিকার সময়, বগুড়া সদর থানাধীন গোদারপাড়া বাজারের পশ্চিম পার্শে বগুড়া-নওঁগা মহাসড়কের উপর,অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয় ।
তল্লাশি চলা কালে ১টি পিকআপ ( নরসিংদী জেলার সদর থানার কাউরিয়াপাড়ার সাটিরপাড়া এলাকার মৃত কবির মিয়ার ছেলে জুয়েল মিয়া (৪৩), ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার সৈয়দপুর এলাকার মৃত নুর ইসলাম এর ছেলে কামাল উদ্দিন (৫১) কে সন্দেহজনক ভাবে আটক করে, জিজ্ঞাসাবাদ করলে তারা ২ জনই পিকআপ এর পিছনে নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা রাখার কথা স্বীকার করে। পরবর্তীতে পিকআপের পিছনে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ৩৬.৫৪ কেজি গাঁজা জব্দ করে র্যাব ১২ সিপিসি-৩ ।
এছাড়াও তাদের সাথে থাকা ১টি পিকআপ, ২ টি সাদা ড্রাম, ৩টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড এবং নগদ ৩,৫৫০/- টাকাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান সমগ্র বাংলাদেশে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
১৮ জুলাই শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন র্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার,মীর মনির হোসেন।
তিনি আরো বলেন র্যাবের এ ধরনের মাদক বিরোধী অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।