বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত৷
আজম খান চট্টগ্রাম প্রতিনিধি।
“বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিশেষ সভা ২৭ সেপ্টেম্বর (শুক্রবার ) চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি শিব্বির আহমেদ ওসমান এর সভাপতিত্বে, এবং সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ শামছুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা মোঃ সাইফুদ্দিন চৌধুরী জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ শামছুল আলম বলেন, মানবাধিকার প্রতিটি মানুষের একটি মৌলিক অধিকার। এটি কোনো জাতি, ধর্ম বা অঞ্চলের ওপর নির্ভরশীল নয়। প্রতিটি মানুষের স্বাধীনতা, মর্যাদা এবং ন্যায়বিচারের অধিকার রয়েছে।”আজকের বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের বহু দৃষ্টান্ত আমরা দেখতে পাই—বিশেষ করে দরিদ্র, দুর্বল, এবং প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।আসুন আমরা একত্রে কাজ করে মানবাধিকারের প্রসারে অবদান রাখি।
সভাপতির বক্তব্যে শিব্বির আহমেদ ওসমান বলেন, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, আমাদের দায়িত্ব হলো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, অন্যায়ের শিকারদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্যতা নিশ্চিত করার জন্য কাজ করা।মানবাধিকারের সুরক্ষা শুধুমাত্র সংস্থা বা সরকারের কাজ নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। আমাদের সমাজের প্রতিটি স্তরে এই বার্তা পৌঁছে দিতে হবে।আসুন, আমরা একসাথে একটি ন্যায়বিচারমূলক সমাজ গড়ে তুলি, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার, সম্মান, এবং মর্যাদা নিয়ে বাঁচতে পারে। আপনাদের সকলের সহযোগিতা এবং প্রতিশ্রুতি এই পথে অত্যন্ত মূল্যবান।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মজুমদার, সহ-সভাপতি নাসির উদ্দিন নিরব, সাংগঠনিক সম্পাদক এম এ নাঈম, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন স্বপন, প্রচার সম্পাদক নুরুল আফছার সহ অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত সকলেই নিজ বক্তব্যের মধ্যে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় মানবাধিকার রক্ষার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়।সভায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা মানবাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।