বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধশ্রমে লিও ক্লাব অফ অগ্রণী চট্টগ্রামের ইফতার সামগ্রী বিতরণ।
মোঃ আজম খাঁন
চট্টগ্রাম প্রতিনিধি।
গতকাল শুক্রবার ১৫ মার্চ বিকাল ৪ টা সময়ে চট্টগ্রাম নগরের অক্সিজেন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় বৃদ্ধশ্রম পরিদর্শন- বৃদ্ধ মা-বাবাদের জন্য বিভিন্ন আইটেমের নিত্যপণ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে লিও ক্লাব অগ্রণী চট্টগ্রামের নেতৃবৃন্দরা। উক্ত খাদ্য সামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিহাবের সহ সভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের রিজীয়ন চেয়ারম্যান আলহাজ্ব হাজী দেলোয়ার হোসেন।
পরামর্শ সঞ্চালনায় জিয়াবুল হোসেন তারেক স্বেচ্ছাসেবক ও মানবাধিকার সমাজকর্মী,
এতে আরো উপস্থিত ছিলেন লায়ন মির্জা আকবর চৌধুরী,লায়ন নেসার আহাম্মদ,লায়ন কামাল উদ্দিন,লায়ন মোখলেস,লায়ন সাইফুল আজম সেলিম, গ্লোবাল টিভি চট্টগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী রাশেদ,লায়ন ক্লাব ও লিও ক্লাব অফ অগ্রণী অন্যান্য নেতৃবৃন্দ। পবিত্র রমাদান মুবারক মাসে বৃদ্ধাশ্রমে থাকা মা-বাবাদের জন্য উপহার সামগ্রী পেয়ে শুভেচ্ছা স্বাগতম জানান বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধশ্রমের পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী। হাজী দেলোয়ার হোসেন বলেন যে যার যার অবস্থান এবং দেশ-বিদেশ থাকা সমাজপতি এবং বৃত্তশালী ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আরে বলেন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বৃদ্ধ মা বাবা পড়ে আছে তাদের সুস্বাস্থ্য কামনা করেন। মানবাধিকার সমাজকর্মী তারেক বলেন ভালো মানুষ ভালো দেশ দিনে দশবার ভাববো স্বনির্ভর হবে আগামীর বাংলাদেশ। -প্রমুখ